আবেগ, দ্বন্দ্ব, অপরাধবোধ ও ভালোবাসার টানাপোড়েন ঘিরে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘সুখ পাখি’। একগুচ্ছ অভিনয়শিল্পী নিয়ে পারিবারিক গল্পের এই ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।
পুরান ঢাকার বাহ্যিক আবরণ সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকলেও এখনো পুরোনো ঐতিহ্য স্পষ্ট রয়েছে পরতে পরতে। স্থানীয় বাসিন্দাদের আধিক্য থাকলেও বিভিন্ন কর্মসূত্রে বহিরাগতদের দীর্ঘদিন ধরে উপস্থিতি একদিকে যেমন সমৃদ্ধ করেছে পুরান ঢাকাকে, ঠিক একইভাবে অস্তিত্ব সংকটেও ফেলেছে।
একের পর এক নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করে দর্শকের কাছে গ্রহণ যোগ্যতা পেয়েছেন অভিনেতা তন্ময় সোহেল ও মিম চৌধুরী। এরই মধ্যে মিম ও তন্ময় ‘গরীবের সংসার’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি ইউটিউবে প্রকাশের পর দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।